ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বাউফলে অপহৃত ব্যবসায়ী শিবু বণিক উদ্ধার, আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
বাউফলে অপহৃত ব্যবসায়ী শিবু বণিক উদ্ধার, আটক ৬ উদ্ধার হওয়া শিবু বণিক

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার কচুয়া এলাকায় অপহৃত ব্যবসায়ী শিবু বনিককে (৭৮) উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (৬ জানুয়ারি) দিনগত রাত ১টায় বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রাম থেকে ৫২ ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়।

এদিকে অপহরণের সঙ্গে জড়িত ৬জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের বিষয়ে এখন আনুষ্ঠানিক কিছু জানায়নি পুলিশ।  

পুলিশ সূত্রে জানা যায়, অপহৃত শিবু বনিককে বড় ডালিমা গ্রামের কচুয়া এলাকার একটি মসজিদের পাশে আটকে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। দীর্ঘ ৫২ ঘণ্টা পর হলেও শিবু বনিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তিনি পরিবারের সঙ্গে আছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আনুমানিক রাত ১টার দিকে আমরা শিবু বনিককে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলেও রাতভর অভিযান চালিয়ে ৬জনকে আটক করা হয়েছে।

জানা যায়, বাউফলের কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবু বণিক গত ৩ জানুয়ারি রাত ১০টার দিকে দুর্বৃত্তদের হাতে অপহৃত হন। এ ঘটনার পর শিবু বণিককে দ্রুত উদ্ধারের দাবিতে গত রোববার সকালে কালাইয়া বন্দর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছিল ব্যবসায়ী এবং এলাকাবাসীরা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।