ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিলস চালুর দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিলস চালুর দাবিতে মানববন্ধন

নীলফামারী: সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান নীলফামারীর ‘দারোয়ানী টেক্সটাইল মিলস’ চালুর দাবিতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের দারোয়ানী টেক্সটাইল মিলসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রাক্তন কর্মচারী ও স্থানীয়রা।

টেক্সটাইল মিলস চালুর দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান মাহবুব, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আকতার, জেলা শ্রমিকদলের সভাপতি নূরে আলম, সাধারন সম্পাদক জামিয়ার রহমান, চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মোল্লা, দারোয়ানী টেক্সটাইল মিলস বাস্তবায়ন কমিটির সভাপতি ওবাদুল হক মোল্লা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন হতে উৎপাদিত সুতার গুণগত মান দেশের অন্য মিলের তুলনায় উন্নত ছিল দারোয়ানী টেক্সটাইল মিলসের সুতা এবং বাজারে এর প্রচুর চাহিদা ছিল। সুতার গুণগতমান উন্নত হওয়ায় দেশের বাইরেও রপ্তানি হতো। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের স্বীয়-স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে মিলটি উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ রূপে বন্ধ করে দেয়। মিলটি বন্ধ হওয়ার কারণে এখানে কর্মরত হাজারের অধিক শ্রমিক-কর্মচারী বেকার হয়ে দীর্ঘ দিন যাবৎ মানবেতর জীবন যাপন করছে। তাদের কথা ভেবে দারোয়ানী টেক্সটাইল মিলটি আবারও চালু করার দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।