ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তাকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ৯ টার দিকে গুলশানের ৯০ নম্বর রোডে ডিএনসিসির রাজস্ব বিভাগের পুরোনো কার্যালয়ে সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, মকবুল হোসাইনসহ ঢাকা উত্তর সিটির আরও কয়েকজন কর্মকর্তা ৯০ নম্বর রোডে রাজস্ব বিভাগের পুরোনো কার্যালয়ে ব্যাডমিন্টন কোর্টে খেলছিলেন। তখন হেলমেট পরিহিত একজন সেখানে গিয়ে মকবুল হোসেনকে ডেকে কার্যালয়ের বাইরে রাস্তার দিকে নিয়ে যান। কিছুক্ষণ পর মকবুল হোসাইন আহত অবস্থায় সবাইকে ডাকাডাকি করলে অন্যরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম জানান, চিকিৎসকরা জানিয়েছেন আপাতত রক্তক্ষরণ বন্ধ করার জন্য ওষুধ ও চিকিৎসা দেওয়া হয়েছে। শরীরের কোথাও বড় জখম আছে কি না, রক্তনালী কেটেছে কি না এসব জানতে বুধবার সকালে তার অস্ত্রোপচার করা হবে। তার ডান কাঁধের নিচে, ডান হাতে কনুইয়ের নিচে এবং বুকে তিন জায়গায় ছুরির আঘাত আছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।