বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ছয় পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (৮ জানুয়ারি) সকালে কোস্টগার্ড পশ্চিমজোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি মাইক্রোবাস থেকে ১১ কেজি হরিণের মাংসসহ ছয়জন পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দ করা মাংস, মাইক্রোবাসসহ আটক ছয়জনকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
এসআই