সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাসচাপায় সুমন (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটিকে থাকা আরেক আরোহী।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলের দিকে হাটিকুমরুল গোল চত্বরের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন গাজীপুর কালিয়াকৈর থানার সাহেবপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে। তবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে দুই আরোহী দিনাজপুরে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে এলে পাবনা থেকে ঢাকাগামী সি-লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস রেখে ঘাতক চালক ও তার সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
এসআরএস