পঞ্চগড়: সারাদেশের মতো দেশের উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের তাপমাত্রা একদিনের ব্যবধানে আবারও ৯ ডিগ্রির ঘরে গিয়ে নেমেছে। এ নিয়ে আবারও এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।
এদিকে কুয়াশার পরিমাণ কম থাকায় উঁকি দেওয়ার চেষ্টা করছে সূর্য। তবে আকাশে মেঘ থাকায় বেলা বাড়লেও ছড়াতে পারেনি উত্তাপ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যা থেকে রাত যতই গভীর হয় জেলায় শীতের তীব্রতা বাড়তেই থাকে। যা পরদিন সকাল ৮টা পর্যন্ত থাকছে। আর এ সময়ে ঠান্ডার তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের দারিদ্র ও ছিন্নমূল মানুষ। একই সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।
আবহাওয়া অফিস বলছে, জানুয়ারি মাস জুড়ে কয়েকটা শৈত্যপ্রবাহ বয়ে যাবে এ জেলার ওপর দিয়ে। একইসঙ্গে বাড়বে শীত।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ নিয়ে আবারও জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
আরএ