ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘সীমান্ত সুরক্ষা যেমন বিজিবির দায়িত্ব, তেমনি সবার দায়িত্ব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
‘সীমান্ত সুরক্ষা যেমন বিজিবির দায়িত্ব, তেমনি সবার দায়িত্ব’

পঞ্চগড়: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী বলেছেন, ‘সীমান্ত সুরক্ষা যেমন বিজিবির দায়িত্ব, তেমনি সবার দায়িত্ব’।

বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালান, অনুপ্রবেশ ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবি সদস্যদের কঠোর অবস্থানে থাকার কথা জানিয়ে সীমান্ত এলাকার জনগণকে ভালো পথে আসার আহ্বান জানিয়ে তাদের সহায়তা চেয়েছেন তিনি।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে গিরাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর গাছবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান সেক্টর কমান্ডার।  


তিনি বলেন, ‘বিজিবি হচ্ছে জনগণের বন্ধু। দেশের মানুষকে নিরাপদে রাখতে ও সীমান্ত অক্ষুণ্ন রাখার জন্য বিজিবি দিনরাত শীত-গরম উপেক্ষা করে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। বিজিবি নিরলসভাবে সীমান্ত সুরক্ষা করছে বলেই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। আমরা যে কোনো প্রয়োজনে দেশের তরে, দেশ আমাদের সবার ওপর। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। তাই দেশের মানুষকে সীমান্তের সব অপরাধ থেকে বিরত থাকার ব্যাপারে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। তাই সীমান্ত সুরক্ষায় দেশের সবার সহায়তা প্রয়োজন। ’

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম, ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিন, ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের দুলাল, ধামোর গাছবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারসহ অনেকে।

মতবিনিময় শেষে সীমান্ত এলাকার দুই শতাধিক দুস্থ মানুষ ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে শীতের উপহার হিসেবে কম্বল বিতরণ করেন গোলাম রব্বানী।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।