খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ অপ্রুচাই মারমা (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার গরমছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তি বেশ কিছুদিন ধরে কথিত মগ লিবারেশন পার্টির কালেক্টর পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছিল। গোপনে এমন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথবাহিনী অভিযান চালিয়ে অপ্রুচাই মারমাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, তিন রাউন্ড এ্যামো, একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি কথিত মগ লিবারেশন পার্টির সদস্য বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ০২০০ জানুয়ারি ১৪, ২০২৫
এডি/এএটি