ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে আ.লীগ কর্মীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
মুন্সীগঞ্জে আ.লীগ কর্মীর লাশ উদ্ধার ছবি: প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে আতাউর রহমান শেখ (৪৮) নামে এক আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শ্রীনগর উপজেলার দত্তরগাঁও গ্রামের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।



আতাউর রহমান শেখ দত্তরগাঁও গ্রামের হাজী বারেক শেখের ছেলে ও শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিন্টু শেখের ভাই।

শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, টঙ্গিতে তুরাগ নদীর পাড়ে বিশ্ব ইজতেমায় যাওয়ার কথা বলে বুধবার রাতে বাড়ি থেকে বের হন।

এরপর বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের ডোবার পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয় গ্রামবাসী পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ধারণা করা হচ্ছে আতাউর রহমানকে হত্যা করে দুর্বৃত্তরা ডোবার পানিতে ফেলে রেখে পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।