ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

গ্রেনেড মারতে না পারায় তারেকের বিতর্কিত কথা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
গ্রেনেড মারতে না পারায় তারেকের বিতর্কিত কথা

ঢাকা: গ্রেনেড মারতে না পারায় তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত কথা বলছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয়া বিচারপতি কাজী রেজা-উল হকের গ্রামের বাড়িতে হামলার প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।



বৃহস্পতিবার বিকেলে আইনজীবী সমিতি ভবনের উত্তর হলে সুপ্রিম কোর্ট আইনজীবীদের ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আমীর-উল ইসলাম বলেন, ২০০৪ সালে গ্রেনেড হামলার আগে ও পরের ঘটনা বিশ্লেষণ করলে বোঝা যাবে কোন ভবন থেকে এই হামলা পরিকল্পনা করা হয়। সমাবেশ হওয়ার কথা ছিলো মুক্তাঙ্গনে। সেখানে আমাদের অনুমতিও দিলো। কিন্তু সেই অনুমতি বদলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে নিয়ে যাওয়া হয়। কারণ মুক্তাঙ্গনে গ্রেনেড মারার জায়গা ছিলো না।

তিনি বলেন, সাধারণত আমাদের স্বেচ্ছাসেবকরা ছাদে যেতো। সেদিন আমাদের স্বেচ্ছাসেবকদের  ছাদে যেতে দেয়া হয়নি। হামলার পরের ঘটনাগুলো দেখুন। যে কোন দেশে সাধারণত দুর্ঘটনা হলে তাতে যদি আহত নিহত হয় সেখানে পুলিশ-ফায়ার বিগ্রেড যায়। কিন্তু এত বড় একটা ঘটনার পর অ্যাম্বুলেন্সও আসলো না। ফায়ার বিগ্রেড আসলো না। স্পষ্ট দেখা যাচ্ছে কারা এই কাজগুলো করেছে।

ব্যারিস্টার আমীর আরো বলেন, একই ব্যক্তি এই দেশে অশান্তি সৃষ্টি করার জন্য নানা রকম কথা বার্তা বলছে। উস্কে দেয়ার জন্য এটা বলছে। মানুষ বিশ্বাস করবে বলে এই কথা বলছে না, বরং মানুষের মনে আঘাত দিয়ে অশান্তি সৃষ্টি করতে এটা বলছে।

সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ূন বলেন, এটা (বিচারপতির বাড়িতে হামলা) স্বাধীন বিচার বিভাগের ওপর হামলা। যারা এ ঘটনায় আসামি হবে হাইকোর্ট থেকে তাদের জামিন ঠেকানো হবে।  
 
সভায় আরো বক্তব্য রাখেন, আজহারুল্লাহ ভূইয়া, মোতাহার হোসেন সাজু, আমাতুল করিম, আমিনুর রহমান চৌধুরী টিকু, মামুন মাহবুব।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৮,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।