ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

খালেদার স্বাস্থ্যের খোঁজ নিলেন বিজেপি সভাপতি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
খালেদার স্বাস্থ্যের খোঁজ নিলেন বিজেপি সভাপতি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন ভারতীয় জনতা দল (বিজেপি) সভাপতি অমিত শাহ।

বুধবার রাতে তিনি ফোনে খালেদা জিয়ার সঙ্গের কথা বলেন।

এ সময় তার আশু সুস্থতা কামনা করেন।

এমন সৌজন্য দেখানোর জন্য খালেদা জিয়া এই শীর্ষ বিজেপি নেতাকে ধন্যবাদ জানান।

এছাড়া দেশে-বিদেশের আরো অনেকেই খালেদা জিয়াকে ফোন করে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগের চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫/আপডেট: ২০২৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।