ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
রাজধানীতে ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে ওয়াহেদ মোল্লা (৪৫) নামে একজন মারা গেছেন।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে খিলক্ষেত এলাকার জোয়ার সাহারা রেল লাইনের পাশ থেকে ওয়াহেদকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন জানান, দুপুর ১২টার দিকে এলকাবাসী পুলিশে খবর দিলে ওয়াহেদকে রেল লাইনের পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান ওয়াহেদ।  

বাবুল হোসেন জানান, ওয়াহেদ গাজীপুরের আত্মীয়ের বাড়ি থেকে ট্রেনে করে কুড়িল বিশ্বরোডে মেয়ের বাসায় আসছিলেন। এ সময় তিনি ট্রেনের ছাদে বসেছিলেন। ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

ওয়াহেদ মোল্লার ভাতিজা হান্নান জানান, কয়েকদিন আগে ওয়াহেদ মোল্লা গ্রামের বাড়ি রাজবাড়ি থেকে গাজীপুরের বেড়াতে আসেন। তিনি কৃষি কাজে যুক্ত।

ওয়াহেদ রাজবাড়ির পাংশা থানার মানিক মোল্লা ছেলে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।