ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাসচাপায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
ধামরাইয়ে বাসচাপায় নিহত ৩ ছবি: প্রতীকী

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাসচাপায় ৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকার ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন- যশোর শহরের হুশতলা মৃত মোশারফ হোসেনের ছেলে রইচ উদ্দিন (২৭), মৃত মোতালেব হোসেনের ছেলে হাজী নাজিম উদ্দিন (৪০) এবং মৃত সাহেব আলীর ছেলে নাসির উদ্দিন (৪২)।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সেকান্দার আলী বাংলানিউজকে জানান, সকালে টঙ্গীর ইজমেতাগামী একটি প্রাইভেটকার ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মানিকগঞ্জগামী একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় প্রাইভেটকারের আরও এক যাত্রী আহত হন। তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য মেডিকেলে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ধামরাই থানায় থানায় রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫/আপডেট : ০৯৪৭,১২২৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।