ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাই ও শাহাজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
ধামরাই ও শাহাজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ প্রতীকী

ঢাকা: আলাদা সড়ক দুর্ঘটনায় রাজধানীর শাহাজাদপুরে তিন ও সাভারের ধামরাইয়ে আরও তিনজনসহ মোট ছয়জন মারা গেছেন।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ৯টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।



এরমধ্যে, রাজধানীর শাহাজাদপুর তৃপ্তি হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন, বিল্লাল হোসেন (৩০)। তিনি পেশায় রিকশাচালক। আবু তাহের ভূইয়া (৬০)। তিনি পেশায় নিরাপত্তাকর্মী এবং মো. লিটন (৩০), তিনি পেশায় রিকশাচালক।

সড়ক দুর্ঘটনার পর বিল্লাল ও আবু তাহেরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়। এছাড়া ঘটনাস্থলে নিহত হয়েছেন রিকশাচালক মো. লিটন।

এ ঘটনায় আহত হয়েছেন, ইয়াদুল (১৬)। তিনি বাংলানিউজকে বলেন, আমি পেশায় রুটি-হালুয়া বিক্রেতা। আমি ওই স্থানে দাঁড়িয়ে রুটি-হালুয়া বিক্রি করছিলাম। তার পাশে একটি খালি বাস দাঁড়িয়ে ছিল। এমন সময় ওই বাসটিকে সুপ্রভাত পরিবহনের (ঢাকা মেট্রো- জ-১১-২৭৫৮) একটি বাস এসে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ওই বাসটিকে আটক করা হয়েছে।

আরেকটি দুর্ঘটনা হলো, ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছেন। এতে একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকালে ঢাকাগামী একটি প্রাইভেটকার ধামরাইয়ের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এলে মাটি ভর্তি একটি ট্রাক প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন যাত্রী নিহত যান। এতে গুরুতর আহত হন একজন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

** ধামরাইয়ে ট্রাকচাপায় নিহত ৩
** রাজধানীর শাহাজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।