ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুরে স্বামীর ঘুষিতে স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
মহেশপুরে স্বামীর ঘুষিতে স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরের সামন্তা লালপুর গ্রামে স্বামীর ঘুষিতে গোলেহার খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গোলেহার খাতুন সামন্ত লালপুর গ্রামের রুহুল আমিনের স্ত্রী।

এলাকাবাসী জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে গোলেহার খাতুনের ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী রুহুল আমিন স্ত্রীকে ঘুষি মারেন। স্বামীর ঘুষিতে স্ত্রী মাটিতে লুটিয়ে পড়েন।   স্ত্রীকে এ অবস্থায় রেখেই স্বামী পালিয়ে যান। পরে প্রতিবেশিরা ঘরে ঢুকে গোলেহার খাতুনকে মৃত দেখতে পান।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন বাংলানিউজকে জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্বামীর ঘুষিতেই গোলেহার বেগমের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।