ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরা ও শেরেবাংলা নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
উত্তরা ও শেরেবাংলা নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ প্রতীকী

ঢাকা: রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের সামনে পিকআপ ভ্যান চাপায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ এসে ওই নারীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, প্রাথমিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পূর্ব পাশে কাভার্ড ভ্যান চাপায় মো. মিলন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহতের বাবার নাম আবদুল আলী। তাদের বাড়ি ভোলা জেলায়। বর্তমানে মিলন মোহাম্মাদপুর সাতমসজিদ হাউজিংয়ে থাকতো।

শেরেবাংলা থানার ডিউটি অফিসার এসআই কামাল হোসেন বাংলানিউজকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।