ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ভাষাসৈনিক সাবেক এমপি ফজলুল করিম আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
ভাষাসৈনিক সাবেক এমপি ফজলুল করিম আর নেই ভাষাসৈনিক ফজলুল করিম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের ভাষাসৈনিক ও জেল‍া মুক্তিযুদ্ধের সংগ্রাম কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য ফজলুল করিম আর নেই (ইন্না.....রাজেউন)।

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় নিজ বাসভবনে বাধক্যজনিত কারণে মৃত্যু হয় তার।



মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বেলা ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে তার নামাজে জানাজা শেষে শহরের পুরাতন গোরস্থানে দাফন করা হবে।

ফজলুল করিম ১৯৭০ ও ১৯৭৩ সালে আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন। তিনি ১৯৭১ সালের ঠাকুরগাঁও এলাকার মুক্তিযুদ্ধের সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন। ৫২ এর ভাষা আন্দোলনেও তিনি ছিলেন লড়াকু সৈনিক।

তার মৃত্যুতে ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, মুক্তিযুদ্ধের ইউনিট কমান্ডার জীতেন্দ্রনাথ রায়, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, উদীচী শিল্পী গোষ্ঠীর ঠাকুরগাঁও শাখার সভাপতি সেতারা বেগম, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সহ সম্পাদক ফিরোজ আমিন সরকার, জেএসডির সভাপতি মনসুর আলী গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।