ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ফিসপ্লেট তুললো দুর্বৃত্তরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
গাজীপুরে ফিসপ্লেট তুললো দুর্বৃত্তরা

গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ রেলরুটের জয়দেবপুর-ভাওয়াল গাজীপুর স্টেশনের মাঝামাঝি ভানুয়া নামক স্থানে রেললাইনের ফিসপ্লেট তুলে ফেলেছে দুর্বৃত্তরা। তবে দ্রুত তা মেরামতের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।



শুক্রবার (০৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়,  ভানুয়া গ্রামে রেললাইনের কয়েকটি ফিসপ্লেট কে বা
কারা তুলে ফেলে। রেললাইন উপড়ে ফেলা দেখে পথচারীরা কর্তৃপক্ষকে খবর দেয়। সংবাদ পেয়ে রেলওয়ের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত তা মেরামত করতে সক্ষম হয়।

জয়দেবপুর জিআরপি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, রেললাইনের কয়েকটি ফিসপ্লেটের কিছু ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে মেরামত করার ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। এছাড়া ঘটেনি বড় ধরনের দুর্ঘটনা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।