ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বাস না চালালে কাউন্টারে তালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
বাস না চালালে কাউন্টারে তালা মশিউর রহমান রাঙ্গা

ঢাকা: অবরোধের কথা বলে পরিবহন বন্ধ রাখলে টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

সারাদেশে যান চলাচল স্বাভাবিক রাখতে রাজধানীর গাবতলীতে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে শেষে তিনি এ কথা জানান।



শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

রাঙ্গা বলেন, অবরোধে যানবাহন বন্ধ রেখে জনদুর্ভোগ সৃষ্টি কর‍া যাবে না। যেসব পরিবহন চালানো হবে না, তাদের কাউন্টার বন্ধ করে দেওয়া হবে।

দেশব্যাপী যান চলাচল স্বাভাবিক রাখতে হেলিকপ্টারে টহল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অবরোধে ক্ষতিগ্রস্ত পরিবহন মালিককে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিষয়টি আপনাদের (মালিক) জানিয়ে দিতে প্রধানমন্ত্রী আমায় বলেছেন।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

**  বগুড়ায় প্রশাসনের সহযোগিতায় গাড়ি চলাচলের সিদ্ধান্ত
** রংপুর থেকে পুলিশি প্রহরায় ঢাকাগামী বাস চলাচল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।