ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ভূমিকম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
পঞ্চগড়ে ভূমিকম্প ছবি: প্রতীকী

পঞ্চগড়: পঞ্চগড় জেলার ৫ উপজেলায় মৃদু ভ‍ূকম্পন অনুভূত হয়েছে। ৪-৫ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে এসব উপজেলার বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।



শুক্রবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে। এতে এসব উপজেলার বিভিন্ন এলাকায় বিকট শব্দও পাওয়া গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে কোথাও কোনো  ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তবে রিখটার স্কেলে এর পরিমাপ কত তা জানাতে পারেননি তিনি।
 
জেলা শহরের ইসলামবাগ এলাকার প্রবীণ ব্যক্তি শহিদুল ইসলাম, বোদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম ও সোলায়ামান আলী, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, তেতুলিয়া উপজেলার সফিয়ার রহমান বাংলানিউজকে জানান, ৭টা ২৫ মিনিটে মাটির তলদেশে একটি শব্দের সৃষ্টি হয়। এরপরই পুরো এলাকা কেঁপে ওঠে। মানুষ আতঙ্কে বাইরে বের হয়ে ‍আসে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।