ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা, নিখোঁজ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
শিবগঞ্জে আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা, নিখোঁজ ২ ছবি: প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুকুল নামে এক আওয়ামী লীগ কর্মী কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিখোঁজ রয়েছেন নিহতের ২ সহযোগী।



শুক্রবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কানসাট বিএন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মুকুল মোবারকপুর ইউনিয়নের তিকোরি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মুকুল, আনোয়ার ও তাদের এক সহযোগী আরো কয়েকজনের সঙ্গে কানসাট বিএন বাজারে যাচ্ছিলেন। পথে বিএন বাজারের কাছে দুর্বৃত্তরা তাদের ওপর আক্রমণ করে। এ সময় কুপিয়ে মুকুলকে হত্যা করে তারা।

রাত পৌনে ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার ২ সহযোগীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিজিবি ও পুলিশ সদস্যরা তাদের ও হামলাকারীদের খোঁজে অভিযান চালাচ্ছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি-তদন্ত) চৌধুরী যুবায়ের আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।