ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে ২ ককটেল বিস্ফোরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
শেরপুরে ২ ককটেল বিস্ফোরণ ফাইল ফটো

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যাণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।



এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে বাসস্ট্যাণ্ড এলাকার মোহনা শপিং সেন্টারের কাছে ঢাকা-বগুড়া মহাসড়কের ওপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

শেরপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (যানবাহন) উপ-পরিদর্শক (টিএসআই) মোস্তফা বাংলানিউজকে জানান, তিনি ঘটনাটির খোঁজ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।