ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় আটক ৪৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
ফেনীতে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় আটক ৪৭ ছবি: প্রতীকী

ফেনী: ফেনীর এসএসকে সড়কে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট আহত হওয়ার ঘটনায় ৪৭ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার (১০ জানুয়ারি) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার পুলিশের উপ পরিদর্শক (এসআই) জিউয়াল হক বাংলানিউজকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকদের শহরের বিভিন্নস্থান থেকে সন্দেভাজনভাবে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পরে অনেককেই ছেড়ে দেওয়া হবে।

এর আগে শুক্রবার রাত ৯টায় নেজারত ডেপুটি কমিশনার (এনডিসি) আবদুল কাদের, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম দুর্বত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়।

নেজারত ডেপুটি কমিশনার (এনডিসি) আবদুল কাদের চট্টগ্রাম পাহাড়তলীর চক্ষু হাসপাতালে চিকিসাধীন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।