ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ইজতেমা সংলগ্ন এলাকা থেকে ১২ ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
ইজতেমা সংলগ্ন এলাকা থেকে ১২ ছিনতাইকারী আটক ছবি: প্রতীকী

ঢাকা: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান সংলগ্ন এলাকা থেকে ১২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৯ জানুয়ারি) রাত ৮টা থেকে শনিবার (১০ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



টঙ্গী মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মালেকা বানু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, ইজতেমা ময়দান সংলগ্ন এলাকা থেকে আটক ১২ জনকে কোর্টে চালান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইজতেমা ময়দানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে টঙ্গী মডেল থানার তদন্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট থানায় বা ০২৯৮১১১০৮ –এই অভিযোগ নম্বরে যোগাযোগ করলে মুসল্লিদের সেবা প্রদান করবে পুলিশ।   

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।