ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
খুলনায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় নগর ভবনে অন্ধ-প্রতিবন্ধী সংস্থা খুলনা ডিজএবল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের সদস্যদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।


 
শীতবস্ত্র বিতরণকালে কেসিসি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শীতের প্রকোপ থেকে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে হবে। মহানগরীর অসহায় একটি মানুষও যেন শীতে কষ্ট না পায় সেদিকে যথাসাধ্য লক্ষ্য রাখা হচ্ছে।

কেসিসি’র পাশাপাশি ছিন্নমূল মানুষের সহযোগিতায় বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি।

এ সময় সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাসিম উদ্দিন, কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহাসহ সংস্থার কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।