ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াত ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করেছে থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) সকালে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।



চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মামলার স্বার্থে আসামিদের নামপরিচয় জানানো যাবে না।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ভিটা ওয়ার্ল্ডের সামনে দুর্বৃত্ত একটি মালবাহী  ট্রাকে অগ্নিসংযোগ করে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।