ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় কালের কণ্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্টাফ করসেপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
খুলনায় কালের কণ্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বর্ণাঢ্য আয়োজনে খুলনায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে ৠালি, কেক কাটা, বিকাশ চন্দ্র বিশ্বাসকে গুণী শিক্ষক সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।



খুলনা প্রেসক্লাবে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সঙ্গে কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীর সম্পর্কটি যেন একটি  ঐতিহাসিক যোগসূত্র। জাতির জনক বঙ্গবন্ধু শিক্ষকের মর্যাদাকে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে স্বাধীনতার জন্মলগ্ন থেকেই শিক্ষানীতি প্রণয়ন করেন।  

এ ক্ষেত্রে সমাজের তৃর্ণমূল থেকেই তিনি শুরু করেন পরিবর্তন।   বঙ্গবন্ধুর আদর্শে তৃর্ণমূল থেকে যারা নিবেদিত কর্মী হিসেবে নিরবে কাজ করে পরিবর্তনে ভূমিকা রেখেছেন তেমনই একজন গুণী ব্যক্তি বিকাশ চন্দ্র বিশ্বাস।  

প্রতিমন্ত্রী বলেন, ৪১ বছরের শিক্ষকতা জীবনে বিকাশ চন্দ্র বিশ্বাস বহু ছেলেমেয়েকে শিক্ষার আলো দিয়ে শুধু আলোকিতই করেননি বরং জীবনদায়ী বৃক্ষ রোপনেও রেখেছেন বড় ভূমিকা।   এমন ব্যক্তি তার বিরল দৃষ্টান্তের মাধ্যমে যাতে অন্যদেরকেও অনুপ্রাণিত করতে পারেন তার জন্য প্রতিমন্ত্রী এ ধরণের সম্মাননার গুরুত্ব তুলে ধরেন।   কালের কন্ঠ এমন আরও গুণীজনের খোঁজ পেতে নিবিড় অনুসন্ধানী সংবাদ প্রকাশ অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খুলনা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান এবং খুলনা জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  কালের কন্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী। অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু,  বিএমএ’র কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খান, কলের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে।

বাংলাদশে সময়: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।