ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
রাজশাহীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

রাজশাহী: রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

শনিবার দিবসটি উপলক্ষে দুপুর পৌনে ১২টার দিকে কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিশাল শোভাযাত্রা বের করা হয়।

 

শোভাযাত্রাটি মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট, মনিচত্বর, সোনাদিঘী, মালোপাড়া ও গণকপাড়াসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আওয়ামী লীগ ছাড়াও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে এতে অংশ নেন। দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

শোভাযাত্রা শুরুর আগে এক পথসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন দলীয় নেতাকর্মীদের উদ্দেশে অবরোধের নামে নাশকতাকারীদের ধরে গণধোলাই দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান।

খায়রুজ্জামান লিটন বলেন, অবরোধ করে মানুষকে যারা কষ্ট দেয়, উন্নয়ন ব্যাহত করে, তারা দেশের মঙ্গল চায় না। বিএনপি-জামায়াত দেশ ধ্বংসের ষড়যন্ত্রে মেতেছে। তাদের আর নাশকতা চালানোর সুযোগ দেওয়া যাবে না। এজন্য তাদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এদিকে, দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে শনিবার সূর্যদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যায় কুমারপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রয়েছে আলোচনা সভা।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।