ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে ট্রাকচাপায় একই পরিবারের নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
ঘাটাইলে  ট্রাকচাপায় একই পরিবারের নিহত ৩ ছবি : প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকাচাপায় মা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

 
 
শনিবার (১০ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার পোড়াবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- সুমন (৩০), তার বোন আসমা (৩৫) ও ভাগ্নি মারিয়া (৬)। তারা গোপালপুর উপজেলার কাজীরভিটা এলাকার বাসিন্দা।
 
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিকেলে সুমন তার বোন ও ভাগনিকে নিয়ে মোটরসাইকেলে করে গোপালপুর থেকে ঘাটাইল যাচ্ছিলেন।  
 
পথে পোড়াবাড়ি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫/আপডেটেড: ১৭৪৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।