ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কেরাণীগঞ্জে ট্রাকচাপায় নারী কনস্টেবলসহ নিহত ৩

ঢাকা সাউথ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
কেরাণীগঞ্জে ট্রাকচাপায় নারী কনস্টেবলসহ নিহত ৩ ছবি : প্রতীকী

ঢাকা সাউথ: ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানার নারী পুলিশ কনস্টেবল সেলিনা আক্তার ওরফে শেলীসহ (২৫) ৩ জন নিহত হয়েছেন।

নিহত বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

তবে, এদের মধ্যে একজন সিএনজি চালিত অটোরিকশার চালক রয়েছেন বলে জানা গেছে।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার তেগরিয়া এলাকার আবাসিক ঝিলমিল প্রজেক্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী কনস্টেবল সেলিনা আক্তার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কনস্টেবল জয়নাল আবেদীনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান,  বিকেলে ৩ জন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা হাসনাবাদের দিকে যাচ্ছিল। এসময় অটোরিকশাটি উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার তেগরিয়া এলাকার আবাসিক ঝিলমিল প্রজেক্টের সামনে এলে বালুবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে সেলিনা আক্তারসহ অজ্ঞাতপরিচয় অটোরিকশা চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত অপর যাত্রীকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেছে।

সহকারী পুলিশ সুপার (দক্ষিণ কেরাণীগঞ্জ সার্কেল) এস এম শহিদুল ইসলাম ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাংলানিউজকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।