ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বেলকুচি ইউএনও’র বাসভবনে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
বেলকুচি ইউএনও’র বাসভবনে ককটেল বিস্ফোরণ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমানের বাসভবন লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।



শুক্রবার (১৬ জানুয়ারি) রাত পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ইউএনও বেলকুচি উপজেলা কার্যালয়ের পাশের কোয়াটারে বসবাস করছেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, জামায়াত শিবিরের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।