ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাকোইল গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত নায়েব আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



নিহত নায়েব আলীর বাড়ি ওই একই গ্রামে।

নিহত ব্যক্তির ছেলে হাসিবুল ইসলাম জানান, ২০১৪ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীরা তার বাবাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় তিনি (হাসিবুল) বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা করেন।

তিনি আরো জানান, গুরুতর অবস্থায় তার বাবাকে প্রথমে ঝিনাইদহ সদর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন পর আবার তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিঞা জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।