ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সামরিক গোলাবারুদ ধ্বংস, স্থানীয়দের সতর্কতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
গাজীপুরে সামরিক গোলাবারুদ ধ্বংস, স্থানীয়দের সতর্কতা

ঢাকা: সেন্ট্রাল অ্যামিউনিশন ডেপো (সিএডি) ডেমোলিশন গ্রাউন্ডে অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে।

এ উপলক্ষে গাজীপুরের শ্রীপুর থানার মাওনা এলাকায় বারতোপা গ্রামে অবস্থিত সিএডি এলাকায় জনসাধারণ ও গৃহপালিত প্রাণীর চলাচল না করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা সেনানিবাসের সামরিক গোয়েন্দা পরিদপ্তর।



সিএডি রাজেন্দ্রপুর সেনানিবাস আগামী ২৫ জানুয়ারি থেকে ০৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হবে।

এ কার্যক্রম চলাকালীন ডেমোলিশন গ্রাউন্ডের চারপাশে চার কিলোমিটারের মধ্যে জনসাধারণ বা কোনো গৃহপালিত প্রাণীর চলাচল অত্যন্ত বিপদজ্জনক। তাই তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে উল্লেখিত সময়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রেজা-উল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।