ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ৬ মামলায় আসামি ১৭২ জন

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
আশুলিয়ায় ৬ মামলায় আসামি ১৭২ জন

সাভার: ২০ দলীয় জোটের চলমান অবরোধ ও হরতালে মহাসড়কে গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সাভারের আশুলিয়ায় এ পর্যন্ত ছয়টি মামলায় বিএনপির একশ’ ৭২ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

এদের মধ্যে আশুলিয়া থানায় বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা মহিলা দলের নেত্রী সাবিনা ইয়াসমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তার উর্মি ও কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও রয়েছেন।



জানা যায়, ছয়টি মামলার মধ্যে আশুলিয়া থানায় চারটি মামলায় একশ’ ৫৮ জনকে আসামি করা হয়। অন্যদিকে সাভার থানার দুইটি মামলায় মহিলাদলের ১১ জন সহ ১৪ জনকে আসামি করা হয়। এদের মধ্যে মহিলা দলের পাঁচ জন কর্মীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সরেজমিনে আশুলিয়া থানায় গিয়ে জানা যায়, গাড়ি পোড়ানোর অভিযোগ এনে পুলিশ ও গাড়ির মালিকরা মামলাগুলো করেছেন।

আসামিদের আটক প্রসঙ্গে পুলিশ জানায়, আসামিরা ধরা-ছোঁয়ার বাইরে থাকায় তাদের আটক করা সম্ভব হচ্ছে না।

এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তারা গ্রেফতার আতঙ্কে রয়েছেন। পুলিশের বেপরোয়া অভিযানের মুখে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে শঙ্কা বোধ করছে।

মামলা প্রসঙ্গে জানতে চাইলে সাভার সার্কেল সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বাংলানিউজকে বলেন, অবরোধ চলাকালে মহাসড়কে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ছয়টি মামলা হয়েছে। মামলার এজহারভুক্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।