ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ওয়ারেন্টভূক্ত ৭ আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
মেহেরপুরে ওয়ারেন্টভূক্ত ৭ আসামি আটক

মেহেরপুর: মেহেরপুর জেলার বিভিন্ন স্থান থেকে আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত (ওয়ারেন্ট) ও নিয়মিত মামলার ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতের বিভিন্ন সময়ে পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন।

তবে গ্রেফতার হওয়াদের নামপরিচয় জানায় নি পুলিশ।
 
জেলা পুলিশ কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, জিআর মামলার ৪ জন ও সিআর মামলার ২ ও নিয়মিত মামলায় একজনকে আটক করা হয়েছে।
 
অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানা ও কোর্টে মামলা থাকায় তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।