ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আন্দোলন দমন নয়, ফৌজদারী অপরাধ করলে ব্যবস্থা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
আন্দোলন দমন নয়, ফৌজদারী অপরাধ করলে ব্যবস্থা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, কোনো রাজনৈতিক দলের আন্দোলন দমন নয়, কেউ ফৌজদারী অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে র‌্যাব।
 
তিনি শনিবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।


 
তিনি আরো বলেন, র‌্যাব পুলিশ বাহিনীর এলিট ফোর্স। র‌্যাব ১১ বছরে সন্ত্রাস ও  জঙ্গি দমনে আশানুরূপ সাফল্য দেখিয়েছে। র‌্যাব জীবনকে বাজি রেখে দায়িত্ব পালন করে। সন্ত্রাসীরা সব সময়ই র‌্যাব আতঙ্কে ভোগে। র‌্যাবের কারণে অপরাধ কমেছে। কারো ব্যক্তিগত অপরাধের জন্য একটি বাহিনীকে দায়ী করা যাবে না।
 
নারায়ণগঞ্জ সেভেন মার্ডার প্রসঙ্গে মহাপরিচালক বলেন,  এ ঘটনার সঙ্গে জড়িতদের নামে ফৌজদারী মামলা হয়েছে। বিচার চলছে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনেই মামলা করা হবে।
 
এ সময় র‌্যাব-৮ এর কমান্ডার লে. কর্নেল ফরিদুল আলম,  মাদারীপুর ক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল ফয়জুর আলম মণ্ডল, পটুয়াখালী ক্যাম্পের এ এস পি আসাদুজ্জামান, ফরিদপুর ক্যাম্পের মেজর মোজাম্মেল হকসহ র‌্যাবের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
                                                                   
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।