ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় অন্ত্র-গুলিসহ ইউপি সদস্য গ্রেফতার

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
আশুলিয়ায় অন্ত্র-গুলিসহ ইউপি সদস্য গ্রেফতার ছবি: প্রতীকী

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় বিএনপি সমর্থিত ধামসোনা (৫ নম্বর ওয়ার্ড) ইউনিয়ন পরিষদের সদস্য মোন্তাজ উদ্দিন মোন্তাকে (৪০) গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ধামসোনা ইউনিয়নের কন্ডা মাঝিপাড়া তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসময় পুলিশ তার কাছ থেকে একটি শটগান ও ১০ রাউন্ড গুলি জব্দ করে।

স্থানীয় জনতা ইউপি সদস্য মোন্তাজের ফাঁসির দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। পরে তারা মিছিল  নিয়ে আশুলিয়া থানার সামনে বিক্ষোভ করে ফাঁসির দাবি জানান। এসময় মিষ্টিও বিতরণ করা হয়।

পুলিশ জানায়, ইউপি সদস্য মোন্তাজ উদ্দিনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে। তিনি একাধিক মামলার পলাতক আসামি। পরে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারের বিষয়টি নিশিচত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, একাধিক মামলায় ধামসোনা ইউনিয়নের সদস্য মোন্তাজ উদ্দিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।