ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভাষাসৈনিক ফজলুল করিমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
ভাষাসৈনিক ফজলুল করিমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি ফজলুল করিমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
 
শনিবার বেলা ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে নামাজে জানাজা শেষে পুরাতন গোরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর আলম প্রধান, পুলিশ সুপার আব্দুর রহিম শাহসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ও সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক, সামাজিক ও সরকারি, বেসরকারি প্রতিষ্ঠাসসহ সর্বস্তরের মানুষ মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
 
ফজলুল করিম ১৯৭০ ও ১৯৭৩ সালে আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন। তিনি ১৯৭১ সালের ঠাকুরগাঁও এলাকার মুক্তিযুদ্ধের সংগ্রাম কমিটির আহ্বায়ক ও ৫২’র ভাষা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।