ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মধ্য বাড্ডায় লেগুনায় আগুন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
মধ্য বাড্ডায় লেগুনায় আগুন ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডায় একটি লেগুনায় আগুন দিয়েছে অবরোধকারীরা।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকস্মিকভাবে কয়েকজন লেগুনাটিতে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

তবে তড়িঘড়ি করে নেমে যাওয়া কেউ আহত হয়নি বলে জানান তারা।

গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন। যা এখনও চলছে।

কর্মসূচি পালনে বাধা এবং খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এ অবরোধের ডাক দেয় সরকার বিরোধী ২০ দলীয় জোট।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

** ‘আগুন দিয়েই বাস থেকে নেমে গেলো দুই যুবক’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।