ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কালের কন্ঠ’র সম্পাদককে হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
কালের কন্ঠ’র সম্পাদককে হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি ইমদাদুল হক মিলন

মুন্সীগঞ্জ: দৈনিক কালের কন্ঠ পত্রিকার সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় শনিবার নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে তার পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ইমদাদুল হক মিলনের ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট লাবলু মোল্লা।



শনিবার বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে লাবলু মোল্লা জানান, জিডিতে উল্লেখ করা হয়েছে, ইমদাদুল হক মিলনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দনি মেদিনীমন্ডল গ্রামে। সেখানে পৈত্রিক সম্পত্তিতে একটি বাড়ি নির্মাণ করছেন তিনি।  

ওই গ্রামের কতিপয় দুর্বৃত্ত ও সন্ত্রাসী গত বেশ কিছুদিন ধরে তার বাড়িতে কর্মরত ও তার নিয়োজিত লোকজনদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। এ খবর পেয়ে গত (৯ জানুয়ারি) শুক্রবার সকালে ইমদাদুল হক মিলন নির্মাণাধীন বাড়ির কাজ তদারকির উদ্দেশে মেদিনীমন্ডলে যান।

এ সময় স্থানীয় সন্ত্রাসী আব্দুল মোতালেব (৫০), আব্দুর রব (৪৮), টিটু ওরফে ছেঁচড়া টিটু (২২), সবুজ ওরফে সন্ত্রাসী সবুজ (২২), রাকিবসহ (১৮) আরো ৮/১০ সন্ত্রাসী তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এছাড়া তাকে ও তার স্ত্রী-সন্তান ও ভাইদেরসহ পরিবারের সদস্যদের যেকোনো সময় খুন করে লাশ গুম করার হুমকি দেয়।

এ অবস্থায় ইমদাদুল হক মিলন ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে শনিবার লৌহজং থানায় জিডি করেন বলে লাবলু মোল্লা জানান।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জেল হোসেন বাংলানিউজকে বলেন, কালের কন্ঠ’র সম্পাদকের অভিযোগটি জিডি হিসেবে লিপিবদ্ধ হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।