ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কাকরাইলে কাভার্ড ভ্যানে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
কাকরাইলে কাভার্ড ভ্যানে আগুন ফাইল ফটো

ঢাকা: রাজধানীর কাকরাইলে একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে অবরোধকারীরা।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার কিছুক্ষণ পর কাকরাইল মোড় থেকে মসজিদ অভিমুখী সড়কে এ অগ্নিসংযোগ করা হয়।



তবে, এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের খবর নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

গত ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করতে না দেওয়ায় এবং গুলশান কার্যালয়ে তাকে ‘অবরুদ্ধ’ করে রাখায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন। এই অবরোধই পালন করে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

** মধ্য বাড্ডায় লেগুনায় আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।