ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মধ্যরাতে বন্ধ হচ্ছে ১৫কিমি মহাসড়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
মধ্যরাতে বন্ধ হচ্ছে ১৫কিমি মহাসড়ক

গাজীপুর: রোববার (১১জানুয়ারি) আখেরি মোনাজাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শনিবার (১০ জানুয়ারি) মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৫ কিলোমিটার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন।

গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও ইজতেমার কাজে ব্যবহৃত গাড়ি চলাচল করবে।



শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাখাওয়াত হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার আখেরি মোনাজাতের জন্য শনিবার মধ্যরাত থেকে গাজীপুরে প্রবেশের ক্ষেত্রে প্রত্যেকটি পয়েন্ট গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে।

টঙ্গী আবদুল্লাহপুর ব্রিজ থেকে গাজীপুর ভোগড়া বাইপাস মোড়, পূবাইল মীরের বাজার হতে টঙ্গী রেল স্টেশন,  আশুলিয়া ধৌড় ব্রিজ হতে আবদুল্লাহপুর পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

তবে শুধুমাত্র জরুরি‪ ‬ রোগীবহনকারী অ্যাম্বুলেন্স এবং বিমানযাত্রী বহনকারীদের গাড়ি চলাচল করবে বলে জানান এএসপি।

তিনি জানান, মোনাজাতের দিন রোববার সকাল থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে  ইজতেমায় অংশগ্রহণের সুবিধার্থে ৪০টি (ইজতেমার স্টিকার লাগানো) শাটল বাস চলাচল করবে।

বিশ্ব ইজতেমার মোনাজাত শেষ হওয়ার পর যান চলাচলের জন্য সব পয়েন্ট খুলে দেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১০,২০১৫

** নাশকতা রোধে মহাসড়কে বিজিবির কড়া পাহারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।