ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্রে গেলেন এডিসি ছানোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
যুক্তরাষ্ট্রে গেলেন এডিসি ছানোয়ার ছানোয়ার হোসেন

ঢাকা: উচ্চতর প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে গেলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ছানোয়ার হোসেন। তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম সম্মানজনক এবং উচ্চতর পেশাগত দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত ২৫৯তম প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে শনিবার ঢাকা ত্যাগ করেন।

 

বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্য থেকে একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রতিবছর ১৫-২০ জন পুলিশ কর্মকর্তাকে এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। নির্বাচিত পুলিশ কর্মকর্তারা দুই শতাধিক উর্ধ্বতন এফবিআই কর্মকর্তার সঙ্গে ২ মাস ১০দিন ব্যাপী ইউএস জাস্টিস ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন।

এর আগে এ প্রশিক্ষণে আরো চার বাংলাদেশি পুলিশ কর্মকর্তা অংশ নেন।

মোহাম্মদ ছানোয়ার হোসেন ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নির্বাচিত হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করার পর ২০০৮ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মজীবন শুরু করেন।

তিনি ঢাকা মহানগর এলাকার চাঞ্চল্যকর একাধিক হত্যা মামলার রহস্য উন্মোচন, অগণিত অবৈধ অস্ত্র উদ্ধার, অসংখ্য অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার, অনেক দেশি-বিদেশি জঙ্গী গ্রেফতার, বোমা নিষ্ক্রিয়করণ এবং বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধারসহ নানাবিধ অপরাধ নির্মূলকরণে পেশাদারিত্ব প্রদর্শন করে প্রশংসিত হয়েছেন।  

তিনি অত্যন্ত সাফল্যজনকভাবে পেশাগত দায়িত্ব পালনের কৃতিত্বস্বরূপ ২০০৯ এবং ২০১২ সালে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম)- সেবা  অর্জন করেন।  
তিনি ইতিপূর্বে এপ্রিল, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা থেকে পর পর তিনবার প্রশিক্ষণ গ্রহণ করেন।

এফবিআই ন্যাশনাল একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করে মার্চের শেষ সপ্তাহে তিনি দেশে ফেরত আসবেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।