ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আখা‌উড়ায় বাল্যবিয়ে ঠেকানো সেই শিক্ষককে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
আখা‌উড়ায় বাল্যবিয়ে ঠেকানো সেই শিক্ষককে সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রানীখার এস এ হান্নান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের হাত থেকে বাঁচানো স্কুলশিক্ষককে সম্মাননা জানানো হয়েছে।

শনিবার বিকেলে দৈনিক কালের কণ্ঠের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা শহরের শহীদ ধীরেন্দ্র দত্ত ভাষা চত্বরে শিক্ষক মুজিবুর রহমানকে সম্মাননা জানানো হয়।


 
কালের কন্ঠের পাঠক সংগঠন শুভসংঘ এ সম্মাননার আয়োজন করে। সংবর্ধনায় ওই স্কুল শিক্ষককে সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা শুভসংঘের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ওয়ালিদ সিকদার রবিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অর রশিদ।

প্রধান অতিথি হারুন অর রশিদ আমন্ত্রিত ওই শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং বিশেষ অতিথি সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা কমিটির আহ্বায়ক  আব্দুন নূর তাকে উত্তরীয় পরিয়ে দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা, সংগীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ, জেলা সাহিত্য একাডেমির সাংগঠনিক সম্পাদক নির্ঝর হাসান সোহেল, সংস্কৃতি কর্মী হৃদয় কামাল।

গত ২ জানুয়ারি শুক্রবার রাত রাত ৮টার দিকে রাণীখার গ্রামের ওই ছাত্রীকে বাল্যবিয়ে থেকে বাঁচতে কতিপয় সহপাঠীর সহযোগিতায় একই গ্রামের স্কুল শিক্ষক মুজিবুর রহমান ওরফে আজাদ মাস্টারের শরনাপন্ন হয়।

পরে ওই শিক্ষক বিষয়টি আখাউড়ার ইউএনওকে জানানোর পর পুলিশ মেয়েটির বাড়িতে গেলে বরসহ অন্যরা পালিয়ে যায়। পুলিশ মেয়েটির মা-বাবার কাছ থেকে বাল্যবিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা নেয়।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।