ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মিছিল-বাসে আগুন, ফিসপ্লেট খোলার চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
গাজীপুরে মিছিল-বাসে আগুন, ফিসপ্লেট খোলার চেষ্টা

গাজীপুর: গাজীপুরে মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাস ভাঙচুর করে আগুন দিয়েছে জামায়াত-শিবির। তারা রেললাইনের ফিসপ্লেট খোলার চেষ্টা করলে এলাকাবাসীর ধাওয়ায় শেষ পর্যন্ত পারে নি।



প্রত্যক্ষদশীরা জানান, শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় জামায়াত-শিবির একটি বাসে অগ্নিসংযোগ করে। তাৎক্ষণিকভাবে জনতা আগুন নিভিয়ে ফেলে। এর আগে জামায়াত-শিবির মহাসড়কে মিছিল করে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করলে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

নাওজোর হাইওয়ে পুলিশের সাজেন্ট মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বাসে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা হয়েছে।

এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের জয়দেবপুর-ভাওয়াল গাজীপুর স্টেশনের মাঝামাঝি ভানুয়া নামক স্থানে অবরোধকারীরা রেললাইনের ফিসপ্লেট খোলার চেষ্টা করে। এসময় তারা কয়েকটি নাট খুলে ফেললেও পথচারী ও এলাকাবাসীর ধাওয়ায় শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়।


খবর পেয়ে রেলওয়ের লোকজন গিয়ে তাৎক্ষকিভাবে মেরামত করে ফেলেন। এতে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হয় নি।


জয়দেবপুর রেলওয়ে স্টেশনের প্রধান স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, কয়েকটি নাট খোলার পর এলাকাবাসী ধাওয়া করলে অবরোধকারীরা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।