ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হরিণাকুণ্ডুতে ৪ ছিনতাইকারী অস্ত্রসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
হরিণাকুণ্ডুতে ৪ ছিনতাইকারী অস্ত্রসহ আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোটরসাইকেল ছিনতাইকালে চার জনকে একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়েছে।
 
শনিবার রাত ৯টার দিকে উপজেলার রায়পাড়া ভাতুড়িয়া গ্রাম থেকে তাদের আটক করে স্থানীয়রা।

পরে, তাদের গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে সোপর্দ করা হয়।
 
আটকদের নামপরিচয় তাৎক্ষনিক জানা যায়নি। তবে, তাদের তিন জন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ও একজন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
 
হরিণাকুণ্ডু থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক গুলফাম হোসেন জানান, শনিবার রাত ৯টার দিকে ছয়জন ছিনতাইকারী রায়পাড়া ভাতুড়িয়া গ্রামের রাস্তায় একটি মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে।  
 
এ সময় মোটরসাইকেল আরোহীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থল থেকে চার ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।
 
খবর পেয়ে ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল গ্রামবাসীর কাছ থেকে চার ছিনতাইকারীকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহে নিয়ে আসে।

ঝিনাইদহ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান খবরের সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, হরিণাকুণ্ডু থেকে চার ছিনতাইকারীকে আটক করে ঝিনাইদহ অফিসে নেওয়া হচ্ছে। পরে, বিস্তারিত জানানো হবে।
 
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।