ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বংশালে ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্যসহ আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
বংশালে ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্যসহ আহত ২ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর বংশাল সুরিটোলা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় এক পুলিশ কনসটেবল ও এক রিকশাচালক আহত হয়েছেন। আহতরা হলেন- পুলিশ কনসটেবল আবদুস সালাম (২৮) ও রিকশাচালক মোতালেব (২৮)।



শনিবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, ওই পুলিশ কনসটেবল বংশাল সুরিটোলা এলাকায় দায়িত্বরত অবস্থায় ছিল। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটলে তিনি আহত হন।

এদিকে, এ ঘটনায় আরও আহত হয়েছেন রিকশাচালক মোতালেব। তার ডান পায়ে আঘাত লেগেছে।

ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।