ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে চালের ট্রাকে আগুন, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
কালিহাতীতে চালের ট্রাকে আগুন, আহত ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় চাল ভর্তি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।



শনিবার (১০ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এলেঙ্গা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।  

অগ্নিসংযোগে আহতরা হলেন- গাড়ির চালক আমিনুল ও হেলপার আল-আমিন। জানা যায়, তাদের দুইজনের বাড়ি বরিশালে। তারা বগুড়া থেকে চাল ভর্তি ট্রাক নিয়ে ঢাকা যাচ্ছিলেন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ বাংলানিউজকে জানান, বগুড়া থেকে ঢাকাগামী চাল ভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে এর চালক ও হেলপারকে পিটিয়ে আহত করে।

পরে তারা ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

বাংলাদেশ সময়: ০৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।