ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘পঙ্কিলতা সরাতে অবতার হয়ে এসেছিলেন স্বামী বিবেকানন্দ’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
‘পঙ্কিলতা সরাতে অবতার হয়ে এসেছিলেন স্বামী বিবেকানন্দ’ স্বামী বিবেকানন্দ

ঢাকা: সমাজ থেকে অশিক্ষা-কুশিক্ষা ও পঙ্কিলতা সরাতে আমাদের মাঝে অবতার হয়ে এসেছিলেন স্বামী বিবেকানন্দ।

একথা বলেন ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর আরিফুর রহমান।



সোমবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজধানীর রামকৃষ্ণ মঠে স্বামীজীর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি গৌর গোপাল সাহা।

অন্যদের মধ্যে বক্তৃতা রাখেন, রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ ধ্রুবেশানন্দজী মহারাজ, ড. প্রশান্ত ব্যানার্জী, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা প্রফেসর কল্যাণময় সরকার, অবসরপ্রাপ্ত ব্যাংকার শ্রীমতী অরুণা রায় প্রমুখ।

বক্তারা বলেন, যে নিজের জন্য কর্ম করে, তার জীবনই বৃথা। স্বামীজীর মন্ত্র হচ্ছে, জীব সেবাই পরম ধর্ম। আমাদের সমাজকে এগিয়ে নিতে স্বামীজীর বাণী ‘ত্যাগের আগুনে’ সবাইকে জ্বলে উঠতে হবে।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।