ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অবরোধে রাজধানীতে অগ্নিসংযোগ-ভাঙচুর-ককটেল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
অবরোধে রাজধানীতে অগ্নিসংযোগ-ভাঙচুর-ককটেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: বিএনপির অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী জুড়ে ভাঙচুর, অগ্নিকাণ্ড এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় যাত্রীবাহী ৪টি বাসে এবং রাজারবাগ পুলিশলাইনের সামনের রাস্তায় একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।



প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রাবাড়ী এলাকায় দুর্বৃত্তদের কয়েকটি গ্রুপ মিলে পৃথক স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রেণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বরে সেফটি পরিবহনের ‍যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলিস্তান অলিম্পিক ভবনের পেছনে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

অন্যদিকে রাজধানীর মৌচার মার্কেটের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয় ভাষা ইনস্টিটিউটের ‍সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবরোধ সমর্থকদের ছোড়া ককটেল বিস্ফোরণে মো. সেলিম রেজা (২৫) নামের এক পরীক্ষার্থী ও খায়রুল ইসলাম (২০) নামের এক রিকশা চালক আহত হয়েছেন।

আহত রেজার সহপাঠী মোমিন সরদার বাংলানিউজকে জানান, রাত আটটার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বের হয়ে ভাষা ইনস্টিটিউটের সামনে যেতেই দুই থেকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে রেজার মুখ ও খায়রুলের পায়ে স্প্লিন্টারের আঘাত লাগে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ক্যাম্প পুলিশে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাত পৌনে আটটার দিকে লালবাগ বাগান বাড়ি এলাকায় একটি ট্রাকে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়িতে ভাঙচুর চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ দু’তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চার থেকে পাঁচটি গাড়ি ভাঙচুর করে এবং একটি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়।

রাত পৌনে আটটার দিকে নবাবপুর এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দেয় অবরোধ সমর্থকরা।

এর আগে সন্ধ্যা পৌনে সাতটার দিকে তেজগাঁও এলাকার নাবিস্কো মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাত সাড়ে ১০টার দিকে কারওয়ানবাজার এলাকায় একুশে টিভির সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তেজগাঁও জোনাল অফিস থেকে দুটি গাড়ি রওয়ানা হয়েছে বলে জানা গেছে।  

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে না দেওয়া, খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখা ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ৫ জানুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

** ঢাবিতে ককটেল বিস্ফোরণে শিক্ষার্থীসহ আহত ২

বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।